
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর অধীনে আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় বর্ষ পরীক্ষা-২০২৩।
আজ ৩/৫/২০২৫ ইং রোজ শনিবার সকাল ৯:০০টা থেকে পরিক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় সারাদেশে মোট ১৪৯টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু, শৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরিচালিত হচ্ছে তা নিশ্চিত করতে আজ সকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ আইউব হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ।এ সময় উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ড. হেফজুর রহমান, উপধাক্ষ্য জনাব মিজানুর রহমান ও অত্র প্রতিষ্ঠানের প্রভাষক আবুল হাসান ইব্রাহিম।
পরিদর্শনকালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং পরীক্ষার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় আরবি বিশ্ববিদ্যালয় ভিসি গণমাধ্যমের সাথেও কথা বলেন।