অনুমতি ছাড়া হজের পরিকল্পনা: ২ লাখ ৭০ হাজার মুসল্লিকে মক্কায় প্রবেশে বাধা দিলো সৌদি কর্তৃপক্ষ

নিজেস্ব প্রতিবেদক

 

ছবি : সংগ্রহীত

অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার কারণে ২ লাখ ৭০ হাজার মুসল্লিকে মক্কায় প্রবেশের আগেই ফিরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদির কর্মকর্তারা রোববার (১ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন।

 

অনুমতিবিহীন হজযাত্রীদের কারণে হজের সময় মক্কায় প্রায়শই প্রচন্ড ভিড় দেখা যায়। এমনকি গত বছর তীব্র গরমে ১ হাজার ৩০০ জনেরও বেশি হাজির মৃত্যু হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই দেশটির সরকার কড়াকড়ি আরোপ করেছে এবং অনুমতি ব্যতিত কেউ যেন হজ করতে না পারে তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৪ লাখ মানুষ মক্কায় এসে পৌঁছেছেন। আগামী কয়েকদিনের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

সৌদি সরকার হুঁশিয়ারি দিয়েছে যে, অনুমতি ছাড়া হজ করলে বিপুল অর্থ জরিমানা করা হবে এবং বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ম সৌদি নাগরিক ও বিদেশি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
রোববার মক্কায় এক সংবাদ সম্মেলনে হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মক্কার যেসব বাসিন্দা আছেন তারাও অনুমতি ছাড়া হজ করতে পারবেন না।

 

প্রতি বছর জিলহজ মাসে হজ পালিত হয়। এ সময় বিশ্বের প্রায় সব দেশ থেকে লাখ লাখ মানুষ মক্কায় উপস্থিত হন এবং হজের নির্দিষ্ট নিয়ম নীতি ধাপে ধাপে পালন করেন।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ