টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

নিজেস্ব প্রতিবেদক

ছবি : সংরহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা দশ দিনের ছুটি শেষে আজ রবিবার (১৫ জুন, ২০২৫) থেকে দেশের সব সরকারি অফিস ও আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হচ্ছে। গত ৫ জুন থেকে শুরু হয়েছিল এই দীর্ঘ ছুটি।

 

ছুটির শেষ দিনে গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষকে রাজধানীতে ফিরতে দেখা গেছে। ফলে বাস টার্মিনালগুলোতে যাত্রীবাহী বাসের ব্যাপক চাপ ছিল, সেই সাথে ব্যক্তিগত গাড়ির আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। রাজধানীমুখী ট্রেনগুলোতেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

 

যাত্রীর চাপ বেশি থাকলেও সামগ্রিকভাবে উল্লেখযোগ্য ভোগান্তির খবর পাওয়া যায়নি। তবে ঢাকায় সড়কে গত কয়েকদিনের তুলনায় আজ গাড়ির চাপ ও মানুষের চলাচল স্বাভাবিকভাবেই বেড়েছে।

 

গতকাল সারাদিন যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বাস স্টপেজে যাত্রীদের নামিয়ে বাসগুলো আবার নির্দিষ্ট গন্তব্যে ফিরে যাচ্ছিল। লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় বাস কোম্পানিগুলোর বাসের আধিক্য দেখা গেছে। সেই সঙ্গে অনেক যাত্রী লোকাল বাসে করেও এসেছেন।

 

নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহনে করে ঢাকায় কমলাপুরে নেমেছেন সচিবালয়ের চাকরিজীবী তৌহিদুল ইসলাম। তিনি জানান, বাস কাউন্টারগুলোতে ঢাকায় আসার যাত্রীর প্রচুর চাপ রয়েছে। ঢাকা থেকে ফিরতি গাড়ির জন্য আগে থেকেই টিকিট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। অনেকে টিকিট না পেয়ে লোকাল গাড়িতেও আসছেন।

 

ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ছুটি শুরু হয় এবং ১৫ জুন থেকে সরকারি সব অফিসে নিয়মিত কার্যক্রম শুরু হলো।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ