
ছবি : সংগ্রহীত
ইসরায়েলে হামলায় ইরান প্রথমবারের মতো তাদের চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ‘খাইবার শেকান’ মিসাইল ব্যবহার করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্য উঠে এসেছে। এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলটি চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম।
‘খাইবার শেকান’ (খোররামশার-ফোর) মিসাইলের বৈশিষ্ট্য
আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) দ্বারা ছোড়া এই ক্ষেপণাস্ত্রটির পোশাকি নাম ‘খোররামশার-ফোর’। এই অত্যাধুনিক মিসাইলটি ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং ডেভিড’স স্লিং-কেও ফাঁকি দিতে সক্ষম। এটি ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ইরানের চতুর্থ প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল হিসেবে চিহ্নিত হয়েছে।