এখনো নিখোঁজ অনেকে! পাগলের মতো বুকের মানিককে খুঁজছেন বাবা মা

নিজেস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

শুধু মাত্র ৩য় শ্রেণি যেনো এক ভয়াবহ নাম হয়ে দাড়িয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মাঠে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায়। এখনও নিখোঁজ অনেকের স্বজনেরা হন্নে হয়ে খুঁজে বেড়াচ্ছেন পরিবারের ছোট্ট সদস্যটিকে। রাতে ক্যাম্পাসে বিক্ষোভে নেমে নিহতদের সঠিক সংখ্যা প্রকাশের দাবি করেন শিক্ষার্থীরা।

 

মধ্য রাতেও কমেনি স্বজনদের আহাজারি। রাত ২/৩ টা পর্যন্তও ক্যাম্পাস এলাকা জুড়ে চোখের জলে খুঁজে বেড়িয়েছেন স্বজনরা। ছোট্ট আদরের সন্তানটিকে ছাড়া কিভাবে বাড়ি ফিরে যাবেন তারা! এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল , মর্গ কোথাও ই মিলছে না খোঁজ! কেবলমাত্র মরদেহ টা পাওয়াও যেনো হয়ে গেছে দূর্লভ!
সকালে টিফিন সাথে দিয়ে স্কুলে পাঠানো বাচ্চাগুলো ঘরে ফিরে যাওয়ার বদলে এই মাঝ রাতে কোথাও পুড়ে ভস্ম হয়ে আছে এ যেনো মেনেই নিতে পারছেনা বাবা মা! কিভবেই বা পারবে! পুরো জাতিও স্তম্ভিত!

 

রাত পৌনে তিনটার দিকে ক্যাম্পাসে আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। তাদের দাবি রাতের আধারে কিছু এম্বুলেন্স ভেতরে প্রবেশ করে। এ ঘটনায় তারা লাশ গুমের শঙ্কা করে এবং আহত , নিহত প্রত্যেকের পূঙ্খানুপুঙ্খ হিসাব চায়। সন্ধ্যা থেকে সব প্রবেশ বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ কেনো কোনো পরিষ্কার ব্রিফিং দেয়নি তা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে এবং জবাবদিহিতা চায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ