ফরিদপুরে ভয়াবহ বাস সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

নিজেস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

ফরিদপুরের সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে করিমপুর ইউনিয়নের আবুল হোসেন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজ নামক একটি লোকাল বাসের প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে লোকাল বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল সূত্রে জানানো হয়েছে ।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাস দুটির দ্রুত গতি ও চালকের অসতর্কতা দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয় ।

পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে এবং চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ