ডাকসু নির্বাচন: প্রচারণায় সরব প্রার্থীরা, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম ক্যাম্পাস

নিজেস্ব প্রতিবেদক

 

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, একইসঙ্গে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড়।

নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত প্রার্থীদের মাঝে সহাবস্থান রয়েছে। তবে আচরণবিধি ভঙ্গ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিদিন রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা, আর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

প্রার্থীদের বক্তব্যেও প্রতিফলিত হচ্ছে নানা ইস্যু। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, সারাদেশকে অস্থির করতে অনলাইন প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অন্যদিকে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, “পরাজিত শক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে মাথা চাড়িয়ে উঠছে। এর ফলে অনেক বিশ্ববিদ্যালয়ে অপ্রিয় ঘটনা ঘটছে।”

এছাড়া শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারি প্রার্থী অভিযোগ করেছেন, অনলাইনে তাকে হুমকি ও গালিগালাজ করা হচ্ছে। ছাত্রদল প্রার্থীরাও অনলাইন প্রচারণায় ভুয়া তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রার্থীদের দাবি, ডাকসু নির্বাচনের প্রচারণা উৎসবমুখর পরিবেশেই চলছে। তবে ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তাপ বাড়ছে ছাত্ররাজনীতির অঙ্গনে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ