
কাশ্মীর, ২৩ এপ্রিল: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো ভয়াবহ হামলার ঘটনায় তিনজন সন্দেহভাজন ব্যক্তির স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। কর্মকর্তাদের দাবি, এই তিনজন পাকিস্তানি নাগরিক এবং তাঁদের নাম যথাক্রমে আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা।
হামলার সময় তারা কোড নাম হিসেবে ‘মুসা’, ‘ইউনুস’ ও ‘আসিফ’ ব্যবহার করেছিলেন বলে জানা গেছে। নিরাপত্তা সংস্থার মতে, এর আগেও কাশ্মীরের পুনচে সংঘটিত হামলার সঙ্গেও এই তিনজনের সংশ্লিষ্টতা ছিল।
বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে সাদা–কালো পেনসিল স্কেচের মাধ্যমে তাদের চেহারা তুলে ধরা হয়েছে। প্রকাশিত স্কেচগুলোতে তিনজন তরুণকে দাড়িসহ দেখা গেছে।
হামলাটি ঘটে মঙ্গলবার বিকেলে, যখন সশস্ত্র হামলাকারীরা জঙ্গল থেকে বেরিয়ে এসে আকস্মিকভাবে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনীর সূত্রমতে, হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যদিও সরকারিভাবে এই সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়েবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)’ এই হামলার দায় স্বীকার করেছে।
হামলার পর পুরো অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে ভারতীয় বাহিনীগুলো অভিযান শুরু করেছে।