স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আহমেদ সাম্প্রতিক এক আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি নির্বাচন, প্রশাসনিক সংস্কার, দলীয় নিষিদ্ধকরণ ইত্যাদি প্রসঙ্গে কথা বলেন।
আলোচনায় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোতে ন্যায়নীতি ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো প্রস্তাব নিয়ে তিনি বলেন, এ ধরনের বিষয় রাজনৈতিক পরিপক্বতা ও সমঝোতার মাধ্যমেই বিবেচনায় আনতে হবে।
নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তিনি বলেন, উন্নয়নমূলক কাজগুলো জনগণের জন্য স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়নি। এ সময় তিনি উল্লেখ করেন, তাঁর বাবা একজন লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার হলেও কোনো সরকার প্রকল্পে তাঁকে সম্পৃক্ত করা হবে না—এই সিদ্ধান্ত তিনি আগে থেকেই নিয়েছেন।
তিনি আরও বলেন, "স্বার্থের সংঘাত এড়াতে আমি বাবার বিষয়ে নিজেই পদক্ষেপ নিয়েছি এবং এ বিষয়ে জনমনে যদি কোনো ভুল ধারণা তৈরি হয়, তবে আমি দুঃখিত।"
সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আমার দফতরে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তা তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
সংলাপের শেষে তিনি প্রশাসনিক সংস্কার ও যুব সমাজের উন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।