
তান্ডবের শুটিং চলাকালীন কয়েক সেকেন্ডের ফুটেজে অবশেষে প্রকাশ্যে এলো সাবিলা নূরের বিষয়টি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-ই হচ্ছেন ‘তান্ডব’ – এ শাকিব খানের নায়িকা। এ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখছেন সাবিলা নূর।
জানা গেছে ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে সাকিব কে দেখতে ভিড় করে হাজার হাজার মানুষ। তাদের- ই কেউ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন শাকিব- সাবিলার ভালোবাসাময় শুটিংয়ের এর মূহুর্ত। এছাড়াও জানা যায় রাজশাহী তে গানের শুটিং এর কিছু ফুটেজও ভাইরাল হয়েছে। আসছে ঈদুল আজহায় রায়হান রাফির পরিচালনায় মুক্তি পাচ্ছে শাকিব – সাবিলার ” তান্ডব “। প্রথম থেকেই শোনা যাচ্ছিল , এ সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। কিন্তু হঠাৎ ই এ মাসের মাঝামাঝি খবর বের হয় এ সিনেমায় থাকছেন না সাবিলা নূর। তবে শুটিং চলাকালীন ফাঁস হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে সকল জল্পনা-কল্পনার অবসান হলো।তান্ডব নিয়ে নির্মাতা রাফি বলেছেন , ” নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।” আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে “তান্ডব”। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্ট ব্যানারে।