
এ যেনো অন্য রকম বাংলাদেশ! ” কিছুক্ষণ আগে সিলেট বর্ডারে ভারতীয় বাহিনীরা অ*স্ত্রশ*স্ত্র নিয়ে এসেছিল বাংলাদেশের জমি দখল দিতে। জানা যায়, এসেই তারা লাল পতাকা গেঁড়ে তাদের সীমানা বাড়িয়ে ফেলার চেষ্টা করছিল।এটা দেখেই বাংলাদেশের সেনারা এগিয়ে যায়।
কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশী সেনারা যাওয়ার আগেই অসংখ্য স্থানীয় লোকজন সেখানে হাজির হয়ে যায়। এমনকি ওখানকার নারীরাও যায়। ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে ভারত যাতে সীমানা দখল দিতে না পারে সেজন্যে স্থানীয়রা গতকাল থেকেই বর্ডারে পাহারা দিচ্ছিল।তারা দৌঁড়ে এসে ভারতীয় সেনাদের চিৎকার করে বলছিল – এটা আমাদের সম্পত্তি, আমাদের সম্পত্তি। তোমাদের এখানে আসার অধিকার দিয়েছে কে? বেরিয়ে যাও।ভয় দেখানোর জন্যে এক ভারতীয় সেনা ব*ন্দু*ক তাক করতে চেয়েছিল। স্থানীয় লোকজন বলছিল – বন্দুক তাক করেছিস কেন.?প্রত্যেকটা স্থানীয় লোকজনের গলায় ছিল তেজ আর বুকভর্তি সাহস। তাদের ক্ষিপ্রতা দেখে পরে ভারতীয় সেনারা পতাকা নিয়ে লেজ গুটিয়ে চলে যেতে বাধ্য হয়।এমন ঘটনায় দেশের মানুষ বলছেন, ৫ই আগস্টের আগে কখনো এমন ঘটনা শুনেনি বা এমন সাহসিকতার পরিচয় কখনও পায়নি! বর্ডার এলাকার একেকজন মানুষ পরিণত হয়েছে একেকটা সৈনিকে! গলার সাহসের স্ফূলিঙ্গ ফুটেছে।সবাই চিৎকার করে দেশপ্রেম জানান দিতে পারছে,ভারতীয় সেনারা দখল দিতে আসলেই তাদেরকে তাড়িয়ে দিতে পারছে। এ যেনো অন্য রকম বাংলাদেশ!