আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ইউআইটিএস-এর অগ্রযাত্রা: কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি”

বিডি কভারেজ

হানিফ বিন রফিক ইউআইটিএস প্রতিনিধির,

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS) এবার আন্তর্জাতিক অঙ্গনে আরও একধাপ এগিয়ে!

ইউআইটিএস ও দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটি (গ্লোবাল)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।এই চুক্তির মাধ্যমে শুরু হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, প্রশিক্ষণসহ নানা আন্তর্জাতিক শিক্ষামূলক উদ্যোগের দিগন্ত।

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় ইউআইটিএস ও কিয়ংডং ইউনিভার্সিটি (গ্লোবাল), দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) আন্তর্জাতিক একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে।

৬ মে ২০২৫ তারিখে ইউআইটিএস এবং দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটি (গ্লোবাল)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যা উচ্চশিক্ষা খাতে বিশ্বব্যাপী অংশীদারিত্ব জোরদারে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিইউ গ্লোবালের প্রেসিডেন্ট অধ্যাপক ড. জন লি এবং কে-গ্লোবাল গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. নূর আলম। তাঁদের এই উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠানটিকে বিশেষ মর্যাদাপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে ইউআইটিএস-এর বিশিষ্ট প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসি পরিচালক প্রকৌশলী মো. সাফায়েত হোসেন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ—অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম (ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), অধ্যাপক ড. এম. রাবিউল হোসেন (ডিন, আইন অনুষদ) এবং ড. ফারুক হোসেন (ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ)।

এই সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয় পর্যায়ে বৈশ্বিক সহযোগিতার বিস্তারে একটি কৌশলগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, গ্লোবাল স্টুডেন্ট মোবিলিটি প্রোগ্রাম, স্বল্পমেয়াদী বৃত্তিমূলক প্রশিক্ষণ, যৌথ গবেষণা উদ্যোগসহ বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ