“ধেয়ে এলো ঘূর্ণিঝড় শক্তি , উত্তাল সাগর’ টানা বৃষ্টির সম্ভাবনা।”

বিডি কভারেজ

“ধেয়ে এলো ঘূর্ণিঝড় শক্তি , উত্তাল সাগর’ টানা বৃষ্টির সম্ভাবনা

 

ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় শক্তি। সকাল থেকেই সারাদেশে তীব্র ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। ক্রমশ শক্তি বাড়িয়ে উড়িশা উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। গতকালের আবহাওয়া তথ্য মতে, ২৪ ঘণ্টায় যা আরও শক্তি বাড়িয়ে পরিণত হওয়ার কথা ছিলো গভীর নিম্নচাপে। আজ সকাল থেকেই তার চিত্র দেখা যাচ্ছে সারাদেশে। যার জেরে বুধবার বিকালে তীব্র বৃষ্টি ও আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে ।আবহাওয়া তথ্য মতে জানা যায়, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। সঙ্গে উপকূলে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

 

মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা ধীরে ধীরে উত্তর ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও কখনও মৃদু দমকা বাতাসও বইছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর মাঝারি ধরনের উত্তাল হয়ে আছে। সাগর নদীতে অস্বাভাবিক জোয়ার বইছে। বেড়িবাঁধের বাইরের বাস করা অন্তত ছয় হাজার পরিবার বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। তারা অনেকে চরম ভোগান্তিতে পড়েছেন। এমনকি দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

 

 

জোয়ারের ঝাপটা তাদের ঘরের পিড়ায় আঘাত করছে। সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার জন্য নির্দেশনা রয়েছে। তবে ভোগান্তি হলেও বৃষ্টির কারণে মানুষ প্রচন্ড ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেয়েছেন। কিছু কিছু সবজি চাষির আগাম বর্ষাকালীন সবজি ক্ষেতের কিছু টা ক্ষতি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ