ভারত-পাকিস্তানের ফুটবলাররা ‘বাংলাদেশি’ হিসেবে খেলবেন: বাফুফের নতুন সিদ্ধান্ত

নিজেস্ব প্রতিবেদক

ছবি : সংগ্রহীত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বিদেশি ফুটবলারদের প্রভাব কমাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২৫-২৬ ফুটবল মৌসুমের জন্য বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, সার্ক অঞ্চলের ফুটবলাররা আসন্ন লিগে ‘লোকাল’ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে খেলার সুযোগ পাবে।

 

সার্ক অঞ্চলের ফুটবলারদের ‘লোকাল’ স্বীকৃতি
পেশাদার লিগ কমিটির পর বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভাতেও এই সুপারিশ গৃহীত হয়েছে। দুই সভার পর এক সঙ্গে ব্রিফিং করেন লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। তিনি বলেন, “এবার লিগে পাঁচ জন বিদেশি রেজিস্ট্রেশন করা যাবে, তবে একাদশে খেলতে পারবে ৩ জন। একজন বিদেশি আরেকজনের বদলে খেলবে। সার্ক অঞ্চলের ফুটবলাররা লোকাল হিসেবে খেলতে পারবে।”

 

দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান রয়েছে। এই দেশগুলোর ফুটবলাররা বিদেশি হলেও বাংলাদেশে কিভাবে লোকাল হিসেবে গণ্য হবে, এ নিয়ে ইমরুল হাসানের ব্যাখ্যা, “সার্ক অঞ্চলে সাফে একটি আলোচনা হয়েছে সব দেশের খেলোয়াড় সব দেশে লোকাল হিসেবে গণ্য হবে। শুধু ভারত-পাকিস্তানকে লোকাল স্বীকৃতি দেবে না, তেমনি পাকিস্তান ভারতকে দেবে না।”

 

এই সিদ্ধান্তে দেশি ফুটবলারদের খেলার পথ সংকুচিত হতে পারে এমন আশঙ্কার বিষয়ে লিগ কমিটির চেয়ারম্যান মন্তব্য করেন, “আমাদের দেশের ফুটবলারদেরও সার্কের অন্য দেশে খেলার সুযোগ বাড়বে।” যদিও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সাফ কার্যালয়ে যোগাযোগ করে এ রকম কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, বা সাফ থেকে ফেডারেশনগুলোতে আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হয়নি।

 

আজকের মিটিংয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, প্রিমিয়ার লিগে ৩৫ জন নিবন্ধিত ফুটবলারের মধ্যে অন্তত ৫ জন অনূর্ধ্ব-২০ বছরের হতে হবে। এই পাঁচ জনের একজনকে একাদশে রাখতে হবে। গত মৌসুমেও এ রকম একটি প্রস্তাবনা লিগ কমিটি রেখেছিল, যা তখন খারিজ হয়ে যায়। এ নিয়ে লিগ কমিটি চেয়ারম্যানের ব্যাখ্যা, “বয়স ভিত্তিক প্রতিযোগিতায় খেলোয়াড়দের প্রস্তুত করতে এটা সহায়ক হবে এবং নতুন খেলোয়াড় সৃষ্টি হবে।”

 

১ জুন থেকে ১৪ আগস্ট পর্যন্ত ২০২৫-২৬ মৌসুমের দলবদল চলবে। এখন থেকে ফিফা প্লাটফর্মে ক্লাবগুলো নিজেরাই খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।
আজকের সভায় আরও সিদ্ধান্ত হয়েছে যে, আসন্ন মৌসুমে বাফুফের নির্বাহী কমিটি কিংবা স্ট্যান্ডিং কমিটির কেউই লিগের ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না। ফেডারেশনের কর্মকর্তাদের ক্লাবের পরিচয়ে অতিরিক্ত প্রভাব এড়াতেই মূলত এই সিদ্ধান্ত। যদিও লিগ কমিটির চেয়ারম্যান নিজেই একটি ক্লাবের সভাপতি, তবে এই বিষয়টি পরবর্তী নির্বাহী সভায় বিশেষভাবে আলোচ্যসূচিতে রাখার সিদ্ধান্ত হয়েছে।

 

পাতানো খেলা রোধে আগামী মৌসুম থেকে টিম বেঞ্চে রেকর্ডার থাকবে। প্রিমিয়ার লিগে এখন চ্যাম্পিয়নের পাশাপাশি রানার্স আপ ট্রফি প্রদান করা হলেও, আগামী মৌসুমে লিগে শুধু চ্যাম্পিয়ন ট্রফি থাকবে, তবে টুর্নামেন্টে রানার্স আপ ট্রফিও থাকবে। ১২ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে আগামী মৌসুম মাঠে গড়াবে। লিগের মাঝে চলবে ফেডারেশন কাপ। শুধু স্থানীয়দের দিয়ে হবে স্বাধীনতা কাপ আর লিগে দুই লেগের মধ্যবর্তী সময়ে সুপার কাপ। গত মৌসুমের শীর্ষ চার ক্লাব খেলবে সুপার কাপ।

 

গত মৌসুমেও পাঁচটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছিল বাফুফে। নানা কারণে আর সেটা বাস্তবায়ন করতে পারেনি। চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও লিগ আয়োজন করেছে। আগামী মৌসুমে শেষ পর্যন্ত কয়টি হয় সেটাই দেখার বিষয়।

সূত্র: ঢাকা পোস্ট

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ