ছবি : সংগ্রহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার বড় পর্দায় অভিষেক করছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে। আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া তাদের নতুন চলচ্চিত্র ‘তাণ্ডব’ নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন সাবিলা।
সাবিলা নূর প্রথমবারের মতো চলচ্চিত্রে পা রেখেই শাকিব খানের মতো শীর্ষ নায়কের সহকর্মী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন, যা তাকে ভাগ্যবতী করেছে। শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি তার প্রশংসায় পঞ্চমুখ হন।
সাবিলা নূর বলেন, "তার (শাকিব খান) একটা অউরা আছে। তিনি অনেক সুদর্শন। যখন সেটে আসেন, সবকিছু যেন চেঞ্জ হয়ে যায়।" তিনি আরও বলেন, "এতবড় একজন মেগাস্টার সেটা কোনোভাবেই কাউকে বুঝতে দেন না। সেটে যতক্ষণ থাকেন সবাইকে নিয়ে আনন্দে থাকেন, ক্যারেক্টার নিয়ে ভাবেন।"
নিজের নার্ভাসনেস কাটাতে শাকিবই সাহায্য করেছেন জানিয়ে সাবিলা বলেন, "তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। এর মধ্যে আমার শুটিংয়ের প্রথম দিনই ছিল শাকিব খানের বিপরীতে। যেটা নিয়ে নার্ভাসনেস ছিল, সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে।"
সাবিলা জানান, নির্মাতা রায়হান রাফীর অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই ভয় দূর হয়ে যায়। নায়িকার কথায়, "শাকিব খান সেটে আসলেই সবকিছু বদলে যায়। ব্যাপারটা এমন, ‘ও মাই গড মেগাস্টার শাকিব খান!’ ওই জায়গাটা থেকেই একটা নার্ভাসনেস ছিল। কিন্তু অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ভয়টা কেটে যায়। যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার (নিশাত) সেটার সঙ্গে ওনাকে স্বাধীন (শাকিব খানের চরিত্রের নাম) হিসেবে ভেবে নিয়েছিলাম।"
শাকিবের সঙ্গে একটি জায়গায় নিজের মিল খুঁজে পান সাবিলা। তার কথায়, "সাধারণত আমি একটু ‘ইন্ট্রোভার্ট’ স্বভাবের। সেটে শান্ত পরিবেশ পছন্দ করি। শাকিব খানও ঠিক একই রকমই। কোনো ঝামেলাতে নেই, একদম নিজের মতো করে থাকেন। সবসময় সিন নিয়ে চিন্তা করেন, ভাবেন।"
চলচ্চিত্র মুক্তি: সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহার প্রথমদিন থেকেই দেশের প্রায় দেড়শ’র বেশি সিনেমা হলে একযোগে দেখা যাবে শাকিব-সাবিলার ‘তাণ্ডব’।