
ছবি : সংগ্রহীত
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকার কারণে দেশের প্রায় প্রতিটি অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। এর পাশাপাশি বৃষ্টিপাতও কমে গেছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, আগামী রবিবার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগ পর্যন্ত তাপমাত্রা একই থাকবে।
গতকাল বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘আগামী ১৫ জুন থেকে সারা দেশেই বৃষ্টি বাড়বে। তার আগ পর্যন্ত মোটামুটি কমবেশি বৃষ্টিপাত হবে।
বৃষ্টি কম থাকার কারণে তাপমাত্রা একটু বেশি থাকবে। এতে ভাপসা গরম থাকবে। ১৫ জুনের পর থেকে ভাপসা গরমটা কমে যাবে।’
এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম জেলার রাঙামাটিতে—৬৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী জেলার সদর ও ঈশ্বরদী এবং রংপুর জেলার সদর ও ডিমলায়—৩৭ ডিগ্রি সেলসিয়াস।