ইউটিউব বন্ধ হচ্ছে কিছু পুরোনো আইফোন মডেলে

নিজেস্ব প্রতিবেদক

ছবি : সংগ্রহীত

দেশ-বিদেশের খবর বা নিত্যনতুন তথ্য সংগ্রহের প্রধান মাধ্যম ইউটিউব ব্যবহারকারীদের জন্য একটি দুঃসংবাদ এসেছে। খুব শিগগিরই কিছু পুরোনো আইফোন মডেলে বন্ধ হতে চলেছে ইউটিউব অ্যাপের পরিষেবা।

 

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সফটওয়্যার এবং অ্যাপগুলোও নিজেদের আপডেট করে। ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার যুক্ত হয়, যা পুরোনো মডেলের ফোনগুলোতে অনেক সময় সাপোর্ট করে না। এই কারণেই ইউটিউব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে শুধুমাত্র iOS 16 বা তার পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনগুলোতেই ইউটিউব অ্যাপ কাজ করবে। এর ফলে, যেসব আইফোনে iOS 16 ভার্সনটি সাপোর্ট করে না, সেগুলোতে ইউটিউব অ্যাপ আর খোলা যাবে না।

 

এক নজরে দেখে নিন কোন কোন আইফোন মডেলে ইউটিউব অ্যাপ আর সাপোর্ট করবে না:
১. iPhone 6s
২. iPhone 6s Plus
৩. iPhone 7
৪. iPhone 7 Plus
৫. iPhone SE (প্রথম জেনারেশন)
৬. iPod touch 7th Generation

 

তবে আশার কথা হলো, সরাসরি অ্যাপ ব্যবহার করতে না পারলেও এই ফোনগুলোতেও ইউটিউব দেখা যাবে। এর জন্য আপনাকে গুগল ব্রাউজারে গিয়ে m.youtube.com/ এই লিংকে প্রবেশ করতে হবে। ব্রাউজারের মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবেন।

 

উল্লেখ্য, সম্প্রতি হোয়াটসঅ্যাপও একই কারণে অনেক পুরোনো ফোন থেকে তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে। প্রযুক্তির এই দ্রুত বিবর্তনের যুগে পুরোনো ডিভাইসগুলো অনেক সময় নতুন আপডেটের সঙ্গে তাল মেলাতে পারে না, যার ফলস্বরূপ এমন সমস্যা তৈরি হয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ