
ছবি : সংগ্রহীত
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী চক্র পাটালি গ্রুপের সক্রিয় সদস্য ইয়াসিনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) রাতে মোহাম্মদপুর থানার একটি দল রায়েরবাজার বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করে। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ইয়াসিন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী পাটালি গ্রুপের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এই চক্র এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
এডিসি জুয়েল রানা আরও জানান, গত ১৪ মে গভীর রাতে জাফরাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জেরে পাটালি গ্রুপের সদস্যরা রাব্বি, সাব্বির, কাশেমসহ অন্তত ছয়জনকে কুপিয়ে গুরুতর জখম করে। এই হামলার পর ভুক্তভোগীদের স্বজনরা মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই মামলার অপর দুই আসামি শাহিন ও ‘পিপড়া’ রাজিবকে গ্রেপ্তার করা হয়েছিল।
মোহাম্মদপুর থানা পুলিশ পাটালি গ্রুপের বাকি সদস্যদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান এডিসি জুয়েল রানা।