ছবি : সংগ্রহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির যে ঘোষণা মঙ্গলবার (২৪ জুন) মধ্যরাতে দিয়েছেন, তাকে 'সম্পূর্ণ মিথ্যা' বলে অভিহিত করেছে ইরানের প্রভাবশালী বার্তাসংস্থা ফার্স নিউজ। চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট এই বার্তাসংস্থা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্পের এই দাবি ভিত্তিহীন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ফার্স নিউজকে জানিয়েছে, "এখন পর্যন্ত ইরান কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। ট্রাম্পের ঘোষণা যে মিথ্যা, তা কয়েক ঘণ্টার মধ্যেই (হামলা চালিয়ে) প্রমাণ করা হবে।" সূত্রটি আরও উল্লেখ করেছে, কাতারের দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের চালানো হামলার 'অপমান' থেকে 'মানুষের নজর' সরাতেই এই মিথ্যা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
যদিও ইরানের কোনো কর্মকর্তা এখনো প্রকাশ্যে যুদ্ধবিরতির তথ্যটি প্রত্যাখ্যান বা নিশ্চিত করেননি, ফার্স নিউজের এই প্রতিবেদন ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
সোর্স: ফার্স নিউজ