ছবি : সংগ্রহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, "এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব।" ইরানের সেনাবাহিনী ট্রাম্পকে 'জুয়াড়ি' বলেও সম্বোধন করেছে।
ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির একটি ভিডিও বার্তায় এই হুমকি দেওয়া হয়। বার্তায় ইরান স্পষ্ট করে বলে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা তাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুর পরিধি বাড়িয়ে দিয়েছে।
গত রোববার ভোরের দিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সমন্বয়ে মার্কিন বাঙ্কার-বাস্টার বোমা হামলা চালানো হয়। এই হামলার পর থেকেই প্রতিশোধের হুমকি দিচ্ছে তেহরান। যদিও এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি ইরান।
ইরানের সামরিক মুখপাত্র তার বক্তব্যে ট্রাম্প প্রশাসনের 'রেজিম চেইঞ্জ' এর ইঙ্গিতকে চ্যালেঞ্জ করে বলেন, "ইরানের প্রতিশোধের শক্তি সম্পর্কে যেন কেউ ভুল না করে। আমরা শুধু হুমকি দেই না, আমাদের কাজ দিয়ে প্রমাণও করি।"
উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সরাসরি 'রেজিম চেইঞ্জ' শব্দটি ব্যবহার করে বিতর্ক সৃষ্টি করেছিলেন। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, তাদের লক্ষ্য শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, কোনো বৃহত্তর যুদ্ধ শুরু করা নয়।
মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই স্পষ্ট হুঁশিয়ারি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। ইরান তার প্রতিশোধ নেওয়ার সামর্থ্য ও সাহসিকতার বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন তারা।