ফরিদপুরে পদ্মায় গোসলে নেমে ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

ছবি : সংগ্রহীত

পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা যায়, আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে ফরিদপুর সদরের শহরতলির ডিক্রির চর ইউনিয়নের ধলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ডের ডুবুরিরা নদীর আনুমানিক ২০ ফুট নিচ থেকে ওই দুই ছাত্রকে উদ্ধার করেন। পরে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র আবদুল্লাহ মারুফ (২১) ও রিয়াজে রাব্বি তামিম (২১)। মারুফের বাড়ি নোয়াখালীর উত্তর শরীফপুর গ্রামে। তাঁর বাবা মোজাম্মেল হোসেনের চাকরির কারণে তাঁদের পরিবার বর্তমানে গাজীপুরের টঙ্গীতে বসবাস করে। আর তামিম গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ার শওকত হোসেনের ছেলে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মো. নিসার আলী বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে বেলা ৩টা ২০ মিনিটে ওই দুই ছাত্রের ডুবে যাওয়ার খবর আমরা জানতে পারি। পরে আমাদের দুই ডুবুরি তাঁদের পানির প্রায় ২০ ফুট নিচ থেকে উদ্ধার করে। ধলার মোড় ঘাট এলাকায় ওই দুই ছাত্র ডুবে গিয়েছিল। উদ্ধারকারী ডুবুরিরা জানিয়েছেন নদীর ওই জায়গায় চোরাবালি ছিল, পা দিলে ক্রমাগত ডুবে যেতে থাকে, পাশে ছিল গভীর পানির ঘূর্ণি। এই ঘূর্ণিতে পড়ে ওই দুই শিক্ষার্থী তলিয়ে যান।’
এ ঘটনায় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন জানান, কলেজের ছয় বন্ধু মিলে দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় মারুফ নামের একজন ভেসে যায়। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে মারুফ ও তামিম স্রোতের তোড়ে ডুবে যায়। দুই ছাত্রের মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরা আসার পর তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ