ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) "জুলাই গণ-অভ্যুত্থান"-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। আজ সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র সূচনা করা হয়। গত বছরের ৩ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন।
এনসিপির রংপুর মহানগর প্রধান সমন্বয়কারী 'সাদিয়া ফারজানা দিনা' গতকাল সংবাদ সম্মেলনে জানান, ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই পদযাত্রা। আজ পীরগঞ্জে শুরু হয়ে এটি পলাশবাড়ী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে রংপুরে প্রবেশ করবে। রংপুরে আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে।
'৩ জুলাই'জাতীয় শহীদ মিনারে "জুলাই ঘোষণাপত্র" প্রকাশ ও শহীদ পরিবারদের সম্মাননা দেওয়া হবে। '১৬ জুলাই' পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’।
পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবং যুগ্ম মূখ্য সংগঠক 'আবু সাঈদ লিওন' উপস্থিত থাকবেন।
সাদিয়া ফারজানা দিনা বলেন,"জুলাই গণ-অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, এটি আমাদের আত্মত্যাগ ও স্বপ্নের প্রতীক। শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না।"
এনসিপির লক্ষ্য জনগণের সঙ্গে সংলাপের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন। মাসজুড়ে এই বার্তাই ছড়িয়ে দেওয়া হবে সারাদেশে।
শেষ হয়নি সংগ্রাম, আজও জ্বলছে জুলাইয়ের মশাল!