
ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের অসুস্থতার পর আফগানিস্তানের আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি মাত্র ৪১ বছর বয়সে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) এই নিবেদিতপ্রাণ আম্পায়ারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
বিসমিল্লাহ জান শিনওয়ারির বর্ণাঢ্য আম্পায়ারিং ক্যারিয়ার
আফগান ক্রিকেটের পরিচিত মুখ বিসমিল্লাহ জান শিনওয়ারি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৪টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি, তিনি ৩১টি প্রথম-শ্রেণির, ৫১টি লিস্ট ‘এ’ এবং ৯৬টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার এই বিস্তৃত অভিজ্ঞতা আফগান ক্রিকেটে তার অবদানকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।
আফগান ক্রিকেট বোর্ড এক শোকবার্তায় জানিয়েছে, “বিসমিল্লাহ জান আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।” শোকবার্তায় আরও বলা হয়েছে, “বিসমিল্লাহ জান শিনওয়ারি আমাদের হৃদয়ে ও চিন্তায় চিরকাল বেঁচে থাকবেন।” তার অকাল প্রয়াণ আফগান ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।
সোর্স: স্পোর্টস ডেস্ক