
ছবি : সংগৃহীত
বর্ষার বৃষ্টিতে ভেজা মাগুরার মাঠে আজ শৈশবের সরলতা ফিরে পেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। কাদা-পানির দুর্ভোগে জর্জরিত দেশ যখন বিরক্ত, তখন রাজনীতির কঠোরতাকে পাশে ঠেলে দিয়ে শিশুর মতো উচ্ছ্বাসে মেতে উঠলেন তারা। ফসলি জমির বৃষ্টির পানিতে গড়াগড়ি, একে অপরের গায়ে জল ছোঁড়াছুড়ি, আর নির্মল হাসিতে ভেসে গেল মাঠ—যেন হারানো গ্রামবাংলার সেই চিরচেনা দৃশ্য ফিরে এলো।
সড়কের পাশে জমে থাকা পানিতে লাফাচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ সইসলাম। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কাউকে ধাক্কা দিচ্ছেন, পা ধরে টেনে হিচড়ে মজার ছলে পানিতে নামাচ্ছেন,কেউ বা জলে বসে তুলছেন সেলফি। পথচারীদের ভিডিও করা সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ফেসবুক-টিকটকে। নেতাদের মুখে শিশুসুলভ উচ্ছ্বাস দেখে নেটিজেনদের ভাষ্য—”এ রকম উচ্ছ্বাসভরা রাজনীতিই তো আমাদের দরকার!”
একজন লিখেছেন, “পদ-পদবি নয়, যখন নেতারা মানুষের মতো আচরণ করেন, রাজনীতি তখন সত্যিই মানুষের ঘরে ফেরে।” অন্যজনের আবেগময় কমেন্ট—”শৈশবের সেই সরলতা যেন ফিরে এলো নেতাদের মধ্যে… দেখে মন ভরে গেল!”
রাজনীতির মাঠে যাদের দেখা যায় সভা-সমাবেশ আর দাবির মিছিলে, তারাই আজ বৃষ্টিভেজা মাঠে প্রমাণ করলেন—নেতৃত্বের মাঝেও লুকিয়ে আছে সাধারণ মানুষের ভালোবাসা। তাদের এই আচরণ যেন বলছে, “আমরা রাজনীতি করি মানুষের জন্য, কিন্তু আমরাও মানুষ… আমরাও বৃষ্টি ভালোবাসি, শৈশব আমাদেরও টানে!”
নেতাদের এই “অনুষ্ঠানবিহীন” আনন্দ সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবহারকারীরা লিখছেন—”রাজনীতির রূঢ়তা ভেঙে এমন স্বতঃস্ফূর্ততা দেখলে মনে হয়, নেতারাও আমাদেরই মতো মানুষ।”
বৃষ্টিস্নাত সেই মুহূর্তগুলো শুধু ছবি নয়, একইসঙ্গে রাজনীতির মানবিক রূপেরও দলিল—যেখানে ক্ষমতার লড়াইয়ের চেয়ে সম্পর্ক ও আবেগই প্রধান হয়ে ওঠে।
পরে তারা জুলাই পদযাত্রার দশম দিনে মাগুরায় যান। বেলা আড়াইটার দিকে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সংগঠক সাদিয়া ফারজানা দিনা।
ঢাকা–খুলনা মহাসড়কের ভায়না এলাকার ছয় রাস্তার মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভের পাদদেশে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বৈষম্যহীন, গণতান্ত্রিক, চাঁদাবাজ-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্যই আমাদের লড়াই। আমাদের সেই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা সেই বার্তা দিতেই এসেছি।’
পদযাত্রায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। পদযাত্রা ও পথসভা শেষে নড়াইলের উদ্দেশে যাত্রা করেন এনসিপির নেতারা।