ছবি : সংগৃহীত
দীর্ঘ ৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে দু’টি ট্রাকে ১০ টন ৫২০ কেজি কাঁচামরিচ আমদানি করেছে, দুটি প্রতিষ্ঠান।
আমদানিকারকরা বলছেন, হঠাৎ করেই দেশের বাজারে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভারত থেকে আমদানি করা হচ্ছে। এতে করে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা করা যাচ্ছে।
দাম বাড়তে থাকলে কাঁচামরিচ আমদানির পরিমাণ আরও বাড়বে বলেও জানান বন্দরের ব্যবসায়ীরা। বর্তমানে হিলি বাজারে প্রতি কেজি কাঁচামরিচের বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে।