ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক ৪ লেনে উন্নীতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন, জোরালো দাবি স্থানীয়দের

নিজেস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

ফরিদপুরের প্রেসক্লাবের সামনে আজ বেলা ১১টায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই মানববন্ধনে অংশ নিয়ে তাদের দাবি জোরালোভাবে তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, এই সড়কটি ফরিদপুরের যোগাযোগ ও অর্থনীতির মূল ধারক। বর্তমান দু’লাইন সড়কে যানজট ও দুর্ঘটনা ক্রমাগত বাড়ছে, যা উন্নয়নের অন্তরায়। ৪ লেনে উন্নীত করা গেলে যানবাহনের গতিপ্রবাহ সুষ্ঠু হবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবার গতিও বাড়বে।

“এই সড়কের উন্নয়ন আমাদের দীর্ঘদিনের দাবি। এটি এখন শুধু একটি সংগঠনের নয়, গোটা ফরিদপুরবাসীর সম্মিলিত আকাঙ্ক্ষা,” বলেন মানববন্ধনে অংশগ্রহণকারী এক যুবনেতা। অন্যান্য বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, তাদের এই শান্তিপূর্ণ সমাবেশ ও যৌক্তিক দাবি কর্তৃপক্ষের নজরে আসবে এবং অচিরেই সড়কটির উন্নয়ন কাজ শুরু হবে। তারা বলেন, “ফরিদপুরের উন্নয়নে এই সড়কের সম্প্রসারণ অপরিহার্য। আমরা আমাদের কণ্ঠস্বর তুলে ধরলাম, এখন সময় কর্তৃপক্ষের সাড়া দেওয়ার।”

মানববন্ধনটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়, যা ফরিদপুরবাসীর সচেতনতা ও গণতান্ত্রিক চেতনারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ