ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর পরিদর্শকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির গুরুতর অভিযোগ এনেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির উপ-চেয়ারম্যান মাহমুদ নাবাভিয়ান দাবি করেছেন, আইএইএ কর্মীরা ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সময় জুতার ভেতরে গোপন নজরদারি চিপ বহন করেছিলেন, যা তাদের "গুপ্তচরবৃত্তির প্রমাণ" বলে বিবেচনা করছে তেহরান।
নাবাভিয়ান বলেন, "এই চিপের উপস্থিতি প্রমাণ করে যে, পরিদর্শকরা নিঃসন্দেহে গুপ্তচর এবং তাদের কাজ কখনই নিরপেক্ষ ছিল না।" তিনি আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির বিরুদ্ধেও ইরানের গোপন নথি ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অভিযোগ তোলেন।
তিনি আরও উল্লেখ করেন, কিছু সংবেদনশীল নথি আইএইএ কর্মকর্তাদের দেখার আগেই মার্কিন ও ইসরায়েলি মিডিয়ায় ফাঁস হয়েছিল, যা ইরানের জাতীয় নিরাপত্তির জন্য হুমকিস্বরূপ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ইরান আইএইএর সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা সীমিত ও কঠোর নজরদারির আওতায় পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। নাবাভিয়ান জানান, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কোনো তথ্য এখন থেকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে শেয়ার করা হবে।
ইরান এই ঘটনাকে "জাতীয় নিরাপত্তির চরম লঙ্ঘন" হিসেবে দেখছে এবং আইএইএর ওপর আস্থা হারানোর পাশাপাশি ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
এখনও পর্যন্ত আইএইএ বা পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানের এই অভিযোগের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।