ছবি : সংগৃহীত
ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), লিংকডইন-এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেরই সরব উপস্থিতি রয়েছে। এত বেশি অ্যাকাউন্টের কারণে অনেকেই সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করার প্রবণতা দেখান। কিন্তু একবার পাসওয়ার্ড হ্যাক হলে হ্যাকাররা আপনার সব সোশ্যাল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যেতে পারে। তাই নিরাপত্তার এই ঝুঁকি এড়াতে শক্তিশালী ও সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহারের কোনো বিকল্প নেই।
কিন্তু কীভাবে বুঝবেন আপনার ব্যবহৃত পাসওয়ার্ডটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে কি না?
এখানে এমন চারটি টুলের সন্ধান দেওয়া হলো, যার মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রয়েছে কি না:
১. হ্যাভ আই বিন পনড (Have I Been Pwned)
এই জনপ্রিয় প্ল্যাটফর্মে গিয়ে আপনার ই-মেইল আইডি দিলেই জানতে পারবেন আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য হাতানো হয়েছে কি না। পাশাপাশি, আপনার বর্তমান পাসওয়ার্ড ব্যবহার না করেও দেখে নিতে পারবেন, কোন কোন পাসওয়ার্ড ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে।
২. গুগল ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজার (Google Chrome's Password Manager)
গুগল অ্যাকাউন্টে আপনি যেসব তথ্য সেভ রেখেছেন, তা সুরক্ষিত কি না এবং আপনার বর্তমান পাসওয়ার্ডটিও বিপদমুক্ত কি না, তা এই প্ল্যাটফর্মটি জানিয়ে দেবে। এটি আপনার যাবতীয় তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে নিজে থেকেই সতর্কবার্তা পাঠায়। এখানেই শেষ নয়, কোন পাসওয়ার্ড দুর্বল, কোনটি পুনর্ব্যবহার করা হচ্ছে, সেসবও জানান দেয় গুগল পাসওয়ার্ড ম্যানেজার। পাশাপাশি কী ধরনের পাসওয়ার্ড দিলে সোশ্যাল অ্যাকাউন্ট নিরাপদ থাকবে, সেই পরামর্শও দেয়।
৩. মাইক্রোসফট এজ পাসওয়ার্ড মনিটর (Microsoft Edge Password Monitor)
এটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেভ করে রাখা কোনো পাসওয়ার্ড যদি হ্যাকারদের খপ্পরে পড়ে থাকে, তবে তা এই প্ল্যাটফর্মটি আপনাকে জানিয়ে দেবে।
৪. গুগলের ডার্ক ওয়েব মনিটরিং টুল (Google's Dark Web Monitoring Tool)
আপনার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে চলে যাচ্ছে না তো?
এবার সেই তথ্য পেয়ে যাবেন অনায়াসে। গুগলের ডার্ক ওয়েব মনিটরিং ফিচারের কাজ হলো ডার্ক ওয়েব স্ক্যান করা। আর তাতেই জানা যায় আপনার ই-মেইল, ফোন নম্বর এবং পাসওয়ার্ডগুলো সুরক্ষিত কি না। যদি আপনার কোনো তথ্য ফাঁস হয়ে গিয়ে থাকে, তবে তা নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে।