
ছবি : সংগৃহীত
হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এদিন অপু বিশ্বাস মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আদালতে হাজির হয়েছিলেন।
সাংবাদিকদের মুখোমুখি হলে বোরকা পরা প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, আদালতে কোনো তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতি এড়াতেই তিনি বোরকা পরে আদালতে যান।
তার কথায়, “আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে। সেখানে কোনো তারকা উপস্থিত হলে কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যায়। এতে অনেক সময় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়।”
অপু বিশ্বাস আরও জানান, শুরুর দিকে কেউ তাকে চিনতে পারেননি। তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে যায়। তিনি আরও উল্লেখ করেন যে, শুধু আদালতেই নয়, প্রয়োজন হলে বাসার বাইরে যাওয়ার সময়ও আশপাশের পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রায়ই বোরকা পরেন।