ছবি : সংগৃহীত
গত বছর জুলাই মাসের আন্দোলন ও রক্তে রঞ্জিত ত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশের স্মৃতিচারণ ও জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করতে ফরিদপুরে আজ এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অধিদপ্তর, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ ম্যারাথনের আয়োজন করা হয়।
সকাল ৭টায় ফরিদপুর ডিসি অফিস থেকে শুরু হয়ে ম্যারাথনটি রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত নির্দিষ্ট দূরত্বে সম্পন্ন হয়। এ উপলক্ষে ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক মইনুল আহসান বিডি কভারেজকে বলেন, "এ প্রতীকী ম্যারাথন মূলত জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ ও বুকে ধারণ করার জন্য আয়োজিত হয়েছে।" তিনি জেলা ক্রীড়া অধিদপ্তর, জেলা প্রশাসন ও ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা জানান।
তিনি আরও জানান, আগামী ৫ আগস্ট নতুন স্বাধীনতা দিবস উপলক্ষে আরও কিছু প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।