এইচএসসির খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে হতাশায় পরীক্ষার্থীর আত্ন*হত্যা

নিজেস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার হতাশায় তনু চন্দ্র দাস (১৮) নামে এক পরীক্ষার্থী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। গত সোমবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

তনু চন্দ্র দাস তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং উপজেলার চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রাণী দাসের একমাত্র সন্তান ছিলেন । পরীক্ষা শেষে বাসায় ফিরে তনু অস্থির হয়ে পড়েন এবং মাকে জানান, “আমি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছি, আমি আর পাস করব না”। পরিবারের সদস্যরা তাকে শান্তনা দিলেও রাত ৯টার দিকে তিনি ঘরে রাখা পানের বরজের কীটনাশক পান করে আত্মহত্যা করেন ।

তনুকে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ভোলা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জুনায়েদ হোসেন নিশ্চিত করেন, “তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। কীটনাশকের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে”।

তনুর মা উজ্জলা রাণী বলেন, “সে বারবার বলছিল, ‘আমি ফেল করব’। আমরা তাকে শান্তনা দিয়েছিলাম, কিন্তু…”। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হবে ।

এই ঘটনায় শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমেও অনেকেই এর নিন্দা জানিয়েছেন, সবার মনেই একই প্রশ্ন , “রোল নম্বর ভুল হলেও রেজাল্ট তো আসবে। এতটাই দুর্বল মানসিকতা কেন?”।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ