
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ এর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারের পর গতকাল রাতে তার নাখালপাড়ার বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক, ১০টি এফডিআর (সর্বনিম্ন ২ লাখ টাকা করে) এবং ৬০–৭০ লাখ টাকার ব্যাংক লেনদেনের প্রমাণ উদ্ধার করা হয়েছে।
রিয়াদের সঙ্গে গুলশানের এক আওয়ামীপন্থী ব্যবসায়ীর জমি উদ্ধারের জন্য ৫ কোটি টাকার চুক্তি ছিল বলে অভিযোগ আসে। এর মধ্যে ২ কোটি ২৫ লাখ টাকা আগামী ২ আগস্ট ক্যাশ করার জন্য প্রস্তুত চেক পাওয়া গেছে।
জানা যায়, বাসা থেকে উদ্ধারকৃত এফডিআরগুলোর মোট মূল্য ২০ লাখ টাকার বেশি। এছাড়া, একটি বেসরকারি ব্যাংকে গত কয়েক মাসে তার অ্যাকাউন্টে ৬০–৭০ লাখ টাকা লেনদেনের রেকর্ড রয়েছে ।
গতকাল রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে পুলিশ রিয়াদের ব্যাংক ডকুমেন্ট, মোবাইল ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করে।
পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও সমর্থিত সূত্র অভিযানের তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও অর্থপাচারের মামলা প্রস্তুত করা হচ্ছে ।
রিয়াদ “সমন্বয়ক” পরিচয়ে গুলশান ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।