বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা

নিজেস্ব প্রতিবেদক

আজ শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডসের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। দেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে। শুধু ক্রিকেট নয়, আজ টিভি পর্দায় থাকছে ফুটবল, হকি, টেনিসসহ একাধিক খেলা। মাঠে নামবে ইউরোপের বড় ক্লাবগুলিও।

খেলার সূচি অনুযায়ী দুপুরে শুরু হবে এশিয়া কাপ হকির লড়াই। বাংলাদেশ মুখোমুখি হবে চায়নিজ তাইপের। সন্ধ্যায় নাগরিক টিভি ও টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে বাংলাদেশ–নেদারল্যান্ডসের প্রথম টি–টোয়েন্টি।

এছাড়া ইউরোপিয়ান ফুটবলে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম ও লিডস ইউনাইটেড মাঠে নামবে। জার্মান বুন্দেসলিগায় খেলবে লেভারকুসেন ও বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ লা লিগায় গভীর রাতে রিয়াল মাদ্রিদ লড়বে মায়োর্কার বিপক্ষে।

এদিকে, ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে রাত ৯টায় আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। একই সময় যুক্তরাষ্ট্র ওপেনে টেনিসের তৃতীয় রাউন্ডের খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।

আজকের খেলার সূচি (টিভি সম্প্রচার):

এশিয়া কাপ হকি: বাংলাদেশ–চায়নিজ তাইপে, দুপুর ১:৩০ মি., সনি স্পোর্টস টেন ২

১ম টি–টোয়েন্টি: বাংলাদেশ–নেদারল্যান্ডস, সন্ধ্যা ৬টা, নাগরিক টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ:

চেলসি–ফুলহাম, বিকেল ৫:৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার ইউনাইটেড–বার্নলি, রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

টটেনহাম–বোর্নমাউথ, রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

লিডস–নিউক্যাসল, রাত ১০:৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা:

ব্রেমেন–লেভারকুসেন, সন্ধ্যা ৭:৩০ মি., সনি স্পোর্টস টেন ২

অগসবুর্গ–বায়ার্ন মিউনিখ, রাত ১০:৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ত্রিদেশীয় টি–টোয়েন্টি: আরব আমিরাত–পাকিস্তান, রাত ৯টা, ইউরোস্পোর্ট ও টেন ক্রিকেট

ইউএস ওপেন টেনিস (৩য় রাউন্ড): রাত ৯টা, স্টার স্পোর্টস ১ ও ২

লা লিগা: রিয়াল মাদ্রিদ–মায়োর্কা, রাত ১:৩০ মি., বিগিন অ্যাপ ও ওয়েবসাইট

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ