ব্যারিস্টারি পড়তে দেশ ছাড়লেন কনটেন্ট ক্রিয়েটর সাহিল সানজান

নিজেস্ব প্রতিবেদক

 

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও গায়ক সাহিল সানজান পড়াশোনার জন্য দেশ ছেড়েছেন। আইন নিয়ে উচ্চশিক্ষা নিতে যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছেন তিনি। মূলত ব্যারিস্টারি পড়তেই এই যাত্রা।

দেশ ছাড়ার আগে সময় সংবাদকে সাহিল জানান, “২৬ তারিখ আমার ফ্লাইট। ব্যারিস্টারি পড়তেই যেতে হচ্ছে। যদিও মন টানছে না। চেষ্টা করবো সেখানে গিয়েও গানটা কন্টিনিউ করতে। তবে আগে পড়ালেখা এরপর অন্য কিছু। সবাই আমার জন্য দোয়া করবেন।”

সোশ্যাল মিডিয়ায় ভিন্নধারার গান গেয়ে দ্রুত জনপ্রিয়তা পান সাহিল। তার গাওয়া গানগুলো নিয়মিত ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভাইরাল হয়। ২০১৭ সালে নিজের ইউটিউব চ্যানেল খোলেন তিনি। ২০১৮ সাল থেকে নিয়মিত গান কভার করা শুরু করেন। পরবর্তীতে ২০২১ সালে ‘নতুন গানের খোঁজে’ ক্যাম্পেইনে প্রথম স্থান অর্জনের পর মৌলিক গান নিয়ে আসেন তিনি।

সাহিল সানজানের জনপ্রিয় মৌলিক ও কভার গানের মধ্যে রয়েছে ‘ফিরে পাব না’, ‘হারাবার মতো কিছু নেই’, ইংরেজি গান ‘থান্ডার’, ‘আমার ভাই’ এবং ‘অনুভূতি’। তার গান স্বল্প সময়েই তরুণ দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ