পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি 

নিজেস্ব প্রতিবেদক

 

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূগর্ভে ১৯৫ কিলোমিটার গভীরে, ৩৬.৫১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭০.৯৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্পের প্রভাবে খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, পেশোয়ার ও সোয়াত অঞ্চলে কম্পন অনুভূত হয়। এছাড়া স্থানীয় সংবাদমাধ্যম পাখতুনখোয়া টাইমস জানিয়েছে, অ্যাটক, লোয়ার দির ও আপার দির এলাকাতেও হালকা কম্পন টের পেয়েছেন স্থানীয়রা।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ