নাকভি ট্রফি নিয়ে ‘হোটেলরুমে’, বিসিসিআইয়ের তীব্র অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক

 

এশিয়া কাপের ফাইনাল শেষে ট্রফি বিতরণ নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ তুলেছে যে, তিনি ট্রফি নিয়ে হোটেলরুমে চলে যান।

শনিবার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু পুরস্কার বিতরণী মঞ্চে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এরপর শিরোপা ছাড়াই উদযাপন করে তারা।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, “নাকভি যে ট্রফি নিয়ে হোটেলরুমে চলে যান, সেটি ছিল অত্যন্ত অখেলোয়াড়সুলভ কাজ। আমরা আগে থেকেই এসিসিকে জানিয়েছিলাম, পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য ও এসিসি চেয়ারম্যান নাকভির কাছ থেকে ট্রফি নেব না। এটি ছিল আমাদের সচেতন সিদ্ধান্ত।”

ভারত জানিয়েছিল, তারা এসিসির ভাইস চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের খালিদ আল জরুনির কাছ থেকে ট্রফি নিতে চায়। তবে নাকভি সেই অনুরোধ নাকচ করে নিজেই ট্রফি ও মেডেল তুলে দিতে চেয়েছিলেন। উভয় পক্ষের অচলাবস্থার পর নাকভি মঞ্চ ছেড়ে চলে যান এবং এসিসি টিমকে ট্রফি ও মেডেল সরিয়ে নিতে নির্দেশ দেন।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “আমার ক্যারিয়ারে এটাই প্রথমবার দেখলাম, বিজয়ী দলকে কোনো ট্রফি দেওয়া হয়নি।”

সাইকিয়া আরও যোগ করেন, “নভেম্বরে দুবাইয়ে আইসিসির সম্মেলনে আমরা এসিসি চেয়ারম্যানের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাব। আশা করছি, দ্রুতই ট্রফি ও মেডেল ভারতীয় দলের হাতে ফিরিয়ে দেওয়া হবে।”

ঘটনার জেরে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। যদিও পাকিস্তান অধিনায়ক সালমান বলেন, “টুর্নামেন্ট শুরুর আগে সূর্যকুমার আমার সঙ্গে হ্যান্ডশেক করেছিল। শুধু ক্যামেরার সামনে তা করেনি। আমি নিশ্চিত, সে নির্দেশনা মেনে চলেছে।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ